হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ৩৪ ঘণ্টা পরও নিখোঁজ তিনজনের খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে পদ্মা নদীতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। কিন্তু আজ সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ একজনেরও খোঁজ পাওয়া যায়নি। 

গতকাল রোববার ভোর ৬টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় প্রায় ২৫ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি নৌকা ডুবে যায়। এতে তিনজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—নগরীর মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী। তাঁরা সবাই পদ্মার চরে কৃষিকাজ করেন। 

জানা যায়, রোববার ভোরে কৃষকেরা একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকাতে অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে তখন মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এই নৌকাডুবির পরই নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ডুবে যাওয়ার পর প্রথম নৌকাটিরও সন্ধান পাওয়া যায়নি। সন্ধান মেলেনি নিখোঁজ তিনজনেরও। তাঁদের অপেক্ষায় নদীপাড়ে বসে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। 

এর মধ্যে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকায় যাত্রী ছিলেন তিনজন। ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এ নৌকার তিন যাত্রীকেই উদ্ধার করেন। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতীফুল বারী বলেন, নিখোঁজ তিনজন আর বেঁচে নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। সেভাবেই সন্ধান চলছে। প্রথম দিন চারজন ডুবুরি ঘটনাস্থল ও এর আশপাশে তল্লাশি চালিয়েছেন। দ্বিতীয় দিন ঘটনাস্থল থেকে ভাটিতে রাজশাহীর চারঘাট ও বাঘা পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আরও বলেন, ‘নৌকা ও স্পিডবোট নিয়ে সন্ধান কাজ চলছে। ডুবুরিরা কখনো পদ্মার তলদেশে, কখনো ওপরে উঠে এসে নদীতে নজর রাখছেন। তাও সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধ্যায় অভিযান আপাতত শেষ করা হবে। পরদিন আবার অভিযান চলবে কি না সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’ 

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু