হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে তাপমাত্রা নামল ১২ ডিগ্রি সেলসিয়াসে 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শীতের জন্য এবার একটু অপেক্ষাই করতে হচ্ছিল রাজশাহীর মানুষদের। ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ পর্যন্তও তেমন শীত ছিল না। তবে দ্বিতীয় সপ্তাহের শুরুতে দুই দিনের বৃষ্টির পর রোববার থেকে কমতে শুরু করে তাপমাত্রা। আজ বুধবার ভোরে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। 

রাজশাহীতে এখন পুরোপুরি শীতের আবহ। ভোরের প্রকৃতি ঢেকে থাকছে কুয়াশায়। সন্ধ্যার পর বইছে হিমেল হাওয়া। পথে-ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্যও চোখে পড়ছে। দেখা যাচ্ছে শীতের কারণে ছিন্নমূল মানুষের কষ্টও। 

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও রাজশাহীর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। তবে ৯ ডিসেম্বর ভোরের তাপমাত্রা কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

এরপর ১০ ডিসেম্বর সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। 

গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আজ (বুধবার) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। 

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হেলেনা লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘রাজশাহীতে শীত এবার একটু দেরিতেই শুরু হয়েছে। তবে গত ৯ তারিখ থেকে তাপমাত্রা এখন কমছে। এ মাসেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ