তানোর (রাজশাহী) প্রতিনিধি
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজশাহীর তানোরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও পিকেটিং করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানোর-রাজশাহী সড়কের চাঁন্দুড়িয়া চৌকিরঘাট এলাকায় এ পিকেটিং ও সড়কে আগুন জ্বালান তাঁরা। বিএনপির নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি চেয়ে স্লোগান দেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।