হোম > সারা দেশ > রাজশাহী

দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে: ফয়জুল করীম

নাটোর প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চোর ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেশের মানুষ দেখেছেন। নতুন করে তাদের আর পরীক্ষা নেওয়ার কিছু নেই। তাই ইসলামী দলগুলোকে এবার দেশের মানুষ দায়িত্ব দিতে চায়।

আজ মঙ্গলবার (৮ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। তাদের কারণে লোকজন দোকানপাট খুলতে পারে না। অথচ নিজ দলের নেত্রীর সম্মান তারা রাখতে পারেনি। তাদের নেতা দেশে পর্যন্ত ফিরতে পারেনি। সুতরাং যাদের কাছে দল ও নেতারা নির্ভরযোগ্য নয়, তাদের কাছে দেশের মানুষেরও নির্ভরতার কিছু নেই।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, দেশের রাষ্ট্রক্ষমতায় ইসলামী দলগুলো এলে সাম্য ও ন্যায়ের পদ্ধতি অনুসরণ করে দেশ পরিচালনা করবে। কোনো গরিব থাকবে না দেশে। ধনী ও দরিদ্রের বৈষম্য নিরসন করে সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, নাটোর জেলা জামাতের আমির মীর নুরুল ইসলাম, নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীসহ দলটির স্থানীয় নেতারা।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম