হোম > সারা দেশ > রাজশাহী

দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে: ফয়জুল করীম

নাটোর প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চোর ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেশের মানুষ দেখেছেন। নতুন করে তাদের আর পরীক্ষা নেওয়ার কিছু নেই। তাই ইসলামী দলগুলোকে এবার দেশের মানুষ দায়িত্ব দিতে চায়।

আজ মঙ্গলবার (৮ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। তাদের কারণে লোকজন দোকানপাট খুলতে পারে না। অথচ নিজ দলের নেত্রীর সম্মান তারা রাখতে পারেনি। তাদের নেতা দেশে পর্যন্ত ফিরতে পারেনি। সুতরাং যাদের কাছে দল ও নেতারা নির্ভরযোগ্য নয়, তাদের কাছে দেশের মানুষেরও নির্ভরতার কিছু নেই।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, দেশের রাষ্ট্রক্ষমতায় ইসলামী দলগুলো এলে সাম্য ও ন্যায়ের পদ্ধতি অনুসরণ করে দেশ পরিচালনা করবে। কোনো গরিব থাকবে না দেশে। ধনী ও দরিদ্রের বৈষম্য নিরসন করে সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, নাটোর জেলা জামাতের আমির মীর নুরুল ইসলাম, নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীসহ দলটির স্থানীয় নেতারা।

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি