হোম > সারা দেশ > রাজশাহী

কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘সর্বোচ্চ প্রবৃদ্ধির তিনটি দেশের মধ্যে রয়েছে লাল--সবুজের বাংলাদেশ। এত কিসের অভিযোগ? সমস্যা হলে ধৈর্য ধারণ করুন। একে অন্যের পাশে দাঁড়ান। এই সমস্যা নিয়ে কাউকে সস্তা রাজনীতি করতে দেব না।’

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার। বক্তব্য দেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনজারুল ইসলাম, প্রধান শিক্ষক আনজুমান সুলতানা, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, সম্পাদক এনামুল হক প্রমুখ। 

শাহরিয়ার আলম বলেন, ‘একটি দলের নেতা বিদেশে গাড়ি-বাড়ি ব্যবহার করবে। যাঁর আয়-উন্নতির হিসাব বাংলাদেশে নেই। তাদের কথায় কেউ আত্মহুতি দেবে না। মানুষ প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দেবে। যদি দেখে তার নেতারাও রেডি আছে। সেই দল তো বিএনপি না। অন্য দলগুলো না।’ 

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাঁচপাড়া-রুস্তমপুর সড়কের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি আড়ানী ইউনিয়নের ৪ নম্বর হরিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম ওয়াছেদ আলীর কবর জিয়ারত করেন।

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার