হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রেলপথে নাশকতা ঠেকাতে আনসারদের পাহারা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে রেলপথে নাশকতা ঠেকাতে আনসার ও ভিডিপি সদস্যরা পাহারা দিচ্ছেন। দিনরাতে পর্যায়ক্রমে ৮ ঘণ্টা করে ৩৩ সদস্য এ কাজ করছেন। তবে নাশকতা ঠেকাতে তাঁদের লাঠি ও টর্চলাইট ছাড়া কোনো অস্ত্র নেই। 

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানা গেছে, ঝাঐল পূর্বপাড়া থেকে আলোকদিয়ার রেলওয়ে সেতু এবং তাজুরপাড়া রেলওয়ে সেতু থেকে রায়দৌলতপুর-শাহীকোলা রেলওয়ে সেতু পর্যন্ত একজন এপিসিসহ ৯ জন করে আনসার সদস্য পাহারা দিচ্ছেন। এ ছাড়া জামতৈল রেলস্টেশনের প্ল্যাটফর্ম পাহারায় আছেন বাহিনীর পিসিসহ ১৫ সদস্য। 

আনসার ও ভিডিপির পিসি মামুন মণ্ডল বলেন, ‘নাশকতা ঠেকাতে আমাদের লাঠি আর টর্চলাইট দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তার জন্য হেলমেট ও শটগান দিলে ভালো হতো।’ 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা পারভীন জানান, তাঁদের সঙ্গে রেলস্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

কামারখন্দ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. হোসনে আরা পারভীন বলেন, আনসার ভিডিপির সঙ্গে স্টেশনে অস্ত্রসহ পুলিশ বাহিনীর সদস্যরাও আছেন। 

জামতৈলের স্টেশনমাস্টার আবু হান্নান বলেন, রেললাইনে নাশকতা ঠেকাতে সরকার এ ব্যবস্থা নিয়েছে। প্রতিদিন আনসার সদস্যদের পাশাপাশি রেলওয়ে পুলিশ ও থানা-পুলিশ স্টেশনে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আনসার সদস্যরা প্রতিদিনই বিভিন্ন স্থানে কাজ করছেন।

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর