হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে কলেজছাত্রের আত্মহত্যা 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল কিনে দিতে না চাওয়ায় বাবা মায়ের ওপর অভিমান করে গোলাম রাব্বানী (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। আজ রোববার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাব্বানী মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে রাব্বানী এবার এসএসসি পরীক্ষায় পাস করে। কলেজেও ভর্তি হয়েছে। পরীক্ষায় পাসের পর বাবা মায়ের কাছে জিদ ধরেন মোটরসাইকেল কিনে নেবে। কিন্তু তার বাবা মা এখনই মোটরসাইকেল কিনে দেবেন না বলে জানায়। সেই ক্ষোভে গতকাল শনিবার রাতে কোনো এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দেয় রাব্বানী। আজ সকালে ঘুম থেকে না ওঠায় রাব্বানীর পরিবারের লোকজন ঘরের দরজা ভাঙলে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানা-পুলিশে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল কিনে নেওয়ার জেদ থেকে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব