হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে বোমা কারিগরের মৃত্যুতে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলুল হক ফজলু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে বেলকুচি থানায় মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গতকাল সোমবার রাতে নিহতের ছোট ভাই বিপুল রহমান বাদী হয়ে মোতালেব সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া গ্রামে গত ১৯ ডিসেম্বর বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী খোঁজ নিয়ে জানতে পারে, শব্দের উৎস ওই গ্রামের শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে। এ নিয়ে কয়েক দিন নানা গুঞ্জন চলে এলাকায়। বিস্ফোরণের মূল কারণ জানা যায় গত শনিবার সকালে। সেদিনের বিস্ফোরণে আহত হন দুজন। আহত একজন ব্যক্তির মৃত্যু হয়।

নিহত ফজলুল হক ফজলু কুষ্টিয়া সদর থানার মিলপাড়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। এরপর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন দুপুরে শ্রমিক লীগ নেতার বাসায় বোমা তৈরির সময় এই বিস্ফোরণ হয়। সেদিন শ্রমিক লীগ নেতা মোতালেব দ্রুত তাঁদের দুজনকে গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ফজলুল হক ফজলুর মৃত্যু হয়।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার