হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৩ তরুণকে পিষে দিল ট্রাক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী–নওগাঁ মহাসড়কে উপজেলার কেশরহাট কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিন তরুণ হলেন—নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. কাওসার (২০), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. শাহাদত (১৭) এবং একই উপজেলার বনকুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে কাওসার আলী (১৭)।

আহত ব্যক্তির নাম সন্তু (৩০)। তাঁর বাবার নাম নিরেন। বাড়ি মান্দা উপজেলার বাথুইল গ্রামে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় একটি ট্রাক পেছন থেকে দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেলে দুজন করে থাকা চার আরোহী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সন্তু। তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক কেশরহাট এলাকার একটি ফিলিং স্টেশনে ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ট্রাকচালককেও আটকের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার