বিএনপির রাজশাহীর বিভাগীয় গণসমাবেশের আগে বিভিন্ন থানায় দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এসব মামলা ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। দেশের অন্যান্য বিভাগের মতো রাজশাহীর সমাবেশও সফল হবে। মানুষের জোয়ার সৃষ্টি হবে এখানেও।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ রোববার (২০ নভেম্বর) রাজশাহী মহানগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমান মিনু বলেন, ‘তারেক রহমান আসল হিরো। তিনি হাজার হাজার কিলোমিটার দূরে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সফলভাবে পরিচালনা করছেন। তিনিই আগামী দিনের রাষ্ট্রনায়ক।’ এ সময় আগামী ৩ ডিসেম্বর সমাবেশ শুরু হওয়ার আগেই নেতা-কর্মীদের মাদ্রাসা ময়দানে হাজির হওয়ার নির্দেশনা দেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা, মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি প্রমুখ। নগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি সভা পরিচালনা করেন।