কালো দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের রাজশাহী মহানগরের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।
সভায় বক্তারা জিয়াউর রহমান ও এরশাদ সরকারের সাম্প্রদায়িক শক্তির লালন-পালন করার সমালোচনা করেন। তাঁরা স্বৈরাচার এরশাদ সরকারের অষ্টম সংশোধনী বাতিল করে বাহাত্তরের সংবিধান পুনরুদ্ধারের দাবি জানান।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সহসভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ঘোষ, নগর পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি সাধন রায়, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাহা, নগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহিলা সম্পাদক দীপিকা রায় দিনা, চন্দ্রিমা থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমল কুমার সরকার প্রমুখ।