হোম > সারা দেশ > রাজশাহী

লুকোচুরি খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ শিশুর মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো মো. সাইদুলের মেয়ে মোছা. হামিদা পারভীন (৮) এবং ছলেমান হোসেনের মেয়ে মোছা. সাইফা খাতুন (৭)। দুই শিশু সম্পর্কে মামাতো–ফুপাতো বোন। এর মধ্যে হামিদা মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি এবং সাইফা তাহেরপুর আহলে হাদিস হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, আজ বেলা ২টার দিকে বাড়ির সামনের উঠানে লুকোচুরি খেলার সময় সাইফা তার মামার বড়ির বারান্দায় রাখা ফ্রিজের পেছনে লুকায়। এ সময় শিশুটি বিদ্যুতায়িত হলে অপর শিশু হামিদা তাকে ছাড়ানোর চেষ্টা করে বিদ্যুতায়িত হয়।

বাড়ির লোকজন দুই শিশুকে উদ্ধার করে তাহেরপুর রয়েল আলট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটির মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘দুই শিশুটির মৃত্যুর বিষয়ে আমরা জানতে পেরেছি। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী