হোম > সারা দেশ > রাজশাহী

লুকোচুরি খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ শিশুর মৃত্যু

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  

পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো মো. সাইদুলের মেয়ে মোছা. হামিদা পারভীন (৮) এবং ছলেমান হোসেনের মেয়ে মোছা. সাইফা খাতুন (৭)। দুই শিশু সম্পর্কে মামাতো–ফুপাতো বোন। এর মধ্যে হামিদা মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি এবং সাইফা তাহেরপুর আহলে হাদিস হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, আজ বেলা ২টার দিকে বাড়ির সামনের উঠানে লুকোচুরি খেলার সময় সাইফা তার মামার বড়ির বারান্দায় রাখা ফ্রিজের পেছনে লুকায়। এ সময় শিশুটি বিদ্যুতায়িত হলে অপর শিশু হামিদা তাকে ছাড়ানোর চেষ্টা করে বিদ্যুতায়িত হয়।

বাড়ির লোকজন দুই শিশুকে উদ্ধার করে তাহেরপুর রয়েল আলট্রাসাউন্ড অ্যান্ড হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটির মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘দুই শিশুটির মৃত্যুর বিষয়ে আমরা জানতে পেরেছি। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী