হোম > সারা দেশ > রাজশাহী

অপহরণের ৩ ঘণ্টার মধ্যে পাঁচ শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে অপহরণের ৩ ঘণ্টার মধ্যে অপহৃত পাঁচ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুজনককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজওয়ানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচ শিশুকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে ও অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আমিনুল ইসলাম (৩৬) ও একই গ্রামের মালেক শেখের ছেলে বাবলা শেখ (২০)। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গতকাল বুধবার রাতে সিরাজগঞ্জ পৌরসভার নিউমার্কেট এলাকায় একটি পিকনিক শেষে কয়েকজন শিশু তাদের অভিভাবকের কাছে রিকশায় চড়ে ঘোরার আবদার করে। অভিভাবকেরা একটি রিকশা ডাকলে ৫ শিশু সেই রিকশায় উঠে বসে। অভিভাবক আরেকটি রিকশার জন্য অপেক্ষা করে। কিন্তু ৫ শিশুসহ চালক রিকশাটি দ্রুত টেনে বেরিয়ে যায়। এ সময় অভিভাবকেরা চিৎকার করেও রিকশাটি থামাতে না পেরে দ্রুত থানায় এসে বিষয়টি জানায়

পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। রাত ২টার দিকে সদর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে রিকশাসহ অপহৃত ৫ শিশুকে উদ্ধার করে। অপহরণকারী রিকশাচালক ও তাঁর সহযোগীকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপহরণের দায় স্বীকার করে।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক