হোম > সারা দেশ > রাজশাহী

ফেল করা বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার দাবি

রাজশাহী প্রতিনিধি

ফেল করা বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহী কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত এই শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষায় ‘গণফেল’-এর প্রতিবাদ জানান। অনাকাঙ্ক্ষিত এই ফল প্রত্যাখ্যান করে তাঁরা আবার পরীক্ষা গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, গণফেলের ফল তাঁরা মানেন না। আবার পরীক্ষা নিতে হবে। 

বক্তারা বলেন, খাতা ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে গণফেল এসেছে। যেকোনো শর্তে দ্রুত সময়ের মধ্যে তাঁদের মাস্টার্স শেষ পর্বে ভর্তির সুযোগ দিতে হবে। 

তাঁরা আরও বলেন, ‘সেশনজটের কারণে আমরা হতাশায় ভুগছি। আমাদের মাস্টার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হোক। আমরা অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে চাই।’ তাঁরা এক মাসের মধ্যে অর্থ ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান। 

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আর তাঁদের ভর্তির সুযোগ করে না দেওয়া হলে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। মানববন্ধনে প্রিলিমিনারি টু মাস্টার্স পর্বের অকৃতকার্য প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত