হোম > সারা দেশ > রাজশাহী

ফেল করা বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার দাবি

রাজশাহী প্রতিনিধি

ফেল করা বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহী কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত এই শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষায় ‘গণফেল’-এর প্রতিবাদ জানান। অনাকাঙ্ক্ষিত এই ফল প্রত্যাখ্যান করে তাঁরা আবার পরীক্ষা গ্রহণের দাবি জানান। তাঁরা বলেন, গণফেলের ফল তাঁরা মানেন না। আবার পরীক্ষা নিতে হবে। 

বক্তারা বলেন, খাতা ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে গণফেল এসেছে। যেকোনো শর্তে দ্রুত সময়ের মধ্যে তাঁদের মাস্টার্স শেষ পর্বে ভর্তির সুযোগ দিতে হবে। 

তাঁরা আরও বলেন, ‘সেশনজটের কারণে আমরা হতাশায় ভুগছি। আমাদের মাস্টার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হোক। আমরা অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে চাই।’ তাঁরা এক মাসের মধ্যে অর্থ ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান। 

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আর তাঁদের ভর্তির সুযোগ করে না দেওয়া হলে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। মানববন্ধনে প্রিলিমিনারি টু মাস্টার্স পর্বের অকৃতকার্য প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান