হোম > সারা দেশ > রাজশাহী

প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ ও সহকারী শিক্ষক বাবুল পালের বিরুদ্ধে ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে ওই দুই শিক্ষককের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার ঘোষণায় বিক্ষোভ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস অভিযুক্ত শিক্ষকদের পক্ষ নেওয়ায় শিক্ষার্থীরা তদন্ত কমিটিতে তাকে না রাখার জন্য ইউএনওর কাছে জোর দাবি জানায়। 
 
জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গত মঙ্গলবার বিদ্যালয়ের সভাপতি ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। কয়েক দিন পার হলেও কোনো প্রতিকার না পেয়ে শনিবার সকালে শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের অপসারণ, পদচ্যুতির দাবিতে বিক্ষোভ মিছিলসহকারে সড়ক অবরোধ করে। 

বিক্ষোভে শিক্ষার্থীরা জানায়, ‘হেড স্যারের কাছে প্রাইভেট না পড়লে খারাপ আচরণ করেন, ভয়ভীতি দেখান। ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক। এ ছাড়াও সহকারী শিক্ষক বাবুল পাল অপর এক ছাত্রীকে একই প্রস্তাব দেন।’ 

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন। বাবুল পালকে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, ‘দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। কমিটির তদন্ত প্রতিবেদন সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী