হোম > সারা দেশ > রাজশাহী

বিস্ফোরক মামলায় রাজশাহীর আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

গ্রেপ্তার আশিকুর রহমান ওরফে তুহিন। ছবি: র‍্যাব

বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান ওরফে তুহিন (৩৬)। র‍্যাবের একটি দল আজ বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

তুহিনের বাবা আতিকুর রহমান কালু রাজশাহী নগরের বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে র্যাব তুহিনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বিকেলে এ অভিযান চালায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি তুহিন। গত ২৫ সেপ্টেম্বর নগরের বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে ওই মামলাটি করা হয়। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তুহিন।

র্যাব জানায়, মামলায় করা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে তুহিন তার অপরাধ স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তাঁকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।

তুহিন রাজশাহীর ছাত্রলীগ কর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরের রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরও অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন।

তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনিও আত্মগোপনে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক