বগুড়ার শিবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ধাক্কায় কফিরন (৬২) বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত বৃদ্ধার ছেলে। আজ শুক্রবার সকালে উপজেলার কিচক ইউনিয়নের বেঙ্গদহ পাতাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কফিরন বেগম ওই গ্রামের আজমল ফকিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কফিরোন বেগম একই গ্রামের হবিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০ হাজার টাকা চাইতে গেলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মাটিতে পরে গিয়ে ইটের সঙ্গে ধাক্কা লেগে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এ ঘটনায় শুক্রবার বিকেলে বৃদ্ধার ছেলে আজিজুল হক আব্দুল রাজ্জাকসহ চার জনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।
শিবগঞ্জ থানা ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।