হোম > সারা দেশ > রাজশাহী

নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল কিশোরী

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে তিশা খাতুন নামের এক কিশোরী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের সদর উপজেলার খঞ্জনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের খোরশেদ আলমের মেয়ে। আজ শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কিশোরী ভালোবেসে একজনকে বিয়ে করে। তাদের সংসার সুখেই চলছিল। কিন্তু প্রায় আড়াই মাস আগে স্বামী তাকে তালাক দেয়। সেই থেকে সে বাবার বাড়িতেই থাকত। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

এ ঘটনায় সে দগ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই সে মারা যায়। 

এ ঘটনায় শুক্রবার বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরে শেফা মোসা. শাহিনা সরকার বলেন, ওই কিশোরীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সে মারা যায়।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক