হোম > সারা দেশ > রাজশাহী

নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল কিশোরী

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে তিশা খাতুন নামের এক কিশোরী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের সদর উপজেলার খঞ্জনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের খোরশেদ আলমের মেয়ে। আজ শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কিশোরী ভালোবেসে একজনকে বিয়ে করে। তাদের সংসার সুখেই চলছিল। কিন্তু প্রায় আড়াই মাস আগে স্বামী তাকে তালাক দেয়। সেই থেকে সে বাবার বাড়িতেই থাকত। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

এ ঘটনায় সে দগ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই সে মারা যায়। 

এ ঘটনায় শুক্রবার বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরে শেফা মোসা. শাহিনা সরকার বলেন, ওই কিশোরীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সে মারা যায়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর