হোম > সারা দেশ > রাজশাহী

নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করল কিশোরী

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে তিশা খাতুন নামের এক কিশোরী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের সদর উপজেলার খঞ্জনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের খোরশেদ আলমের মেয়ে। আজ শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কিশোরী ভালোবেসে একজনকে বিয়ে করে। তাদের সংসার সুখেই চলছিল। কিন্তু প্রায় আড়াই মাস আগে স্বামী তাকে তালাক দেয়। সেই থেকে সে বাবার বাড়িতেই থাকত। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার বাবার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

এ ঘটনায় সে দগ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই সে মারা যায়। 

এ ঘটনায় শুক্রবার বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরে শেফা মোসা. শাহিনা সরকার বলেন, ওই কিশোরীর শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে সে মারা যায়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী