হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়কে চাঁদাবাজির অভিযোগে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ১২ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সড়কে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার অপরাধে রাজশাহীতে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জেলার তানোর পৌরসভার একজন সাবেক কাউন্সিলরও রয়েছেন।

আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব। রাজশাহী নগরীর রেলগেট ও তানোর পৌর সদরে আলাদা অভিযানে র‍্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

নগরীর রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার আটজন হলেন—মোস্তাফিজুর রহমান ওরফে মাজেদ (৪০), মীর সাব্বির সজল (৩০), সহিদ হাসান ওরফে বিপ্লব (৩৫), রাফিউল আওয়াল আদনান (৩২), রিংকু দাস (৩১), নজরুল ইসলাম (৩৬), আতাউর রহমান (৫০) ও মো. রনি (৪১)।

তানোরে গ্রেপ্তার চারজন হলেন—অসিম আলী (২৮), শহিদুল ইসলাম (৪৮), শাহ আলম (২৫) ও মমিনুল ইসলাম মুকুল (৪৫)। এদের মধ্যে মমিনুল ইসলাম তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর।

র‍্যাব জানিয়েছে, সোমবার সকালে রাজশাহী নগরীর রেলগেটের উত্তরপাশে এ অভিযান চালানো হয়। এর আগে রোববার দুপুরে তানোর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। দুটি অভিযানেই গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে যানবাহন থেকে তোলা নগদ টাকা, চাঁদা তোলার রশিদ ও টালি খাতা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদেরও থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর