হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে সড়কে চাঁদাবাজির অভিযোগে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ১২ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সড়কে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার অপরাধে রাজশাহীতে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে জেলার তানোর পৌরসভার একজন সাবেক কাউন্সিলরও রয়েছেন।

আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব। রাজশাহী নগরীর রেলগেট ও তানোর পৌর সদরে আলাদা অভিযানে র‍্যাব-৫ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

নগরীর রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার আটজন হলেন—মোস্তাফিজুর রহমান ওরফে মাজেদ (৪০), মীর সাব্বির সজল (৩০), সহিদ হাসান ওরফে বিপ্লব (৩৫), রাফিউল আওয়াল আদনান (৩২), রিংকু দাস (৩১), নজরুল ইসলাম (৩৬), আতাউর রহমান (৫০) ও মো. রনি (৪১)।

তানোরে গ্রেপ্তার চারজন হলেন—অসিম আলী (২৮), শহিদুল ইসলাম (৪৮), শাহ আলম (২৫) ও মমিনুল ইসলাম মুকুল (৪৫)। এদের মধ্যে মমিনুল ইসলাম তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর।

র‍্যাব জানিয়েছে, সোমবার সকালে রাজশাহী নগরীর রেলগেটের উত্তরপাশে এ অভিযান চালানো হয়। এর আগে রোববার দুপুরে তানোর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। দুটি অভিযানেই গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে যানবাহন থেকে তোলা নগদ টাকা, চাঁদা তোলার রশিদ ও টালি খাতা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদেরও থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’