হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে পুকুরপাড়ে কলা চাষে বাড়তি আয় করছেন মৎস্যচাষিরা

প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ): মৎস্যভান্ডারখ্যাত সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবছরই দুই-তিন ফসলি জমিতে নতুন নতুন পুকুর খনন করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে পুকুরের সংখ্যা। আর ওই সমস্ত পুকুরপাড়ে বিভিন্ন জাতের কলার চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন মৎস্যচাষিরা। এ এলাকায় সাধারণত কাঁচকলা, সবরি কলা, মদনা কলা ও চিনিচাম্পা কলার চাষ বেশি হয়ে থাকে। 

তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, তাড়াশে এ বছর প্রায় ২২০ হেক্টর জায়গায় বিভিন্ন জাতের কলার চাষ করা হয়েছে, যার অধিকাংশ গাছই পুকুরপাড়ে রোপণ করা হয়েছে। 

উপজেলার কাউরাইল গ্রামের কৃষক মোশাররফ হোসেন জানান, গত দুই বছর ধরে তিন একর জমিতে পুকুর খনন করে পুকুরপাড়ে রোপণকৃত কলাচাষ থেকে লক্ষাধিক টাকা বাড়তি আয় করছেন। 

উপজেলার শান্তান গ্রামের অপর এক কৃষক শাহাদৎ হোসেন জানান, কলার চারা রোপণের চার-পাঁচ মাসের মধ্যেই কলার কাঁদি আসতে শুরু করে। কাঁদি আসার দুই আড়াই মাসের মধ্যেই কলা পরিপক্ব হয়। পুকুর লিজ নিয়ে তাতে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরপাড়ে কলার আবাদ করেছেন। এতে সারা বছরই কলা বিক্রি করে বেশ আয় করা যায় বলেও জানান তিনি। 

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, কলা চাষে তেমন খরচ হয় না। কলা চাষ তুলনামূলকভাবে লাভ বেশি হয়। তাই কৃষক পুকুরের পাড় এখন ফেলে না রেখে কলার আবাদ করছেন। এতে কৃষকের বাড়তি আয়ও হচ্ছে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী