হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে পুকুরপাড়ে কলা চাষে বাড়তি আয় করছেন মৎস্যচাষিরা

প্রতিনিধি

তাড়াশ (সিরাজগঞ্জ): মৎস্যভান্ডারখ্যাত সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবছরই দুই-তিন ফসলি জমিতে নতুন নতুন পুকুর খনন করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে পুকুরের সংখ্যা। আর ওই সমস্ত পুকুরপাড়ে বিভিন্ন জাতের কলার চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন মৎস্যচাষিরা। এ এলাকায় সাধারণত কাঁচকলা, সবরি কলা, মদনা কলা ও চিনিচাম্পা কলার চাষ বেশি হয়ে থাকে। 

তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, তাড়াশে এ বছর প্রায় ২২০ হেক্টর জায়গায় বিভিন্ন জাতের কলার চাষ করা হয়েছে, যার অধিকাংশ গাছই পুকুরপাড়ে রোপণ করা হয়েছে। 

উপজেলার কাউরাইল গ্রামের কৃষক মোশাররফ হোসেন জানান, গত দুই বছর ধরে তিন একর জমিতে পুকুর খনন করে পুকুরপাড়ে রোপণকৃত কলাচাষ থেকে লক্ষাধিক টাকা বাড়তি আয় করছেন। 

উপজেলার শান্তান গ্রামের অপর এক কৃষক শাহাদৎ হোসেন জানান, কলার চারা রোপণের চার-পাঁচ মাসের মধ্যেই কলার কাঁদি আসতে শুরু করে। কাঁদি আসার দুই আড়াই মাসের মধ্যেই কলা পরিপক্ব হয়। পুকুর লিজ নিয়ে তাতে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরপাড়ে কলার আবাদ করেছেন। এতে সারা বছরই কলা বিক্রি করে বেশ আয় করা যায় বলেও জানান তিনি। 

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, কলা চাষে তেমন খরচ হয় না। কলা চাষ তুলনামূলকভাবে লাভ বেশি হয়। তাই কৃষক পুকুরের পাড় এখন ফেলে না রেখে কলার আবাদ করছেন। এতে কৃষকের বাড়তি আয়ও হচ্ছে। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন