হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) আরও সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃত সবার করোনা পজিটিভ ছিল। এদের মধ্যে তিনজন ছিলেন চাঁপাইনবাবগঞ্জের। এ ছাড়া রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রোগী মারা গেছেন।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। আজ সোমবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ২৩২ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। সবচেয়ে বেশি ১৬ জন রোগী ভর্তি হয়েছেন রাজশাহীর। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনজন এবং নওগাঁ থেকে একজন ভর্তি হয়েছেন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২ টি। সবগুলোতেই রোগী আছেন।

এর আগে শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়। এর আগের ২৪ ঘণ্টায় মারা যান আটজন। এ ছাড়া ৪ জুন মারা যান সর্বোচ্চ ১৬ জন। এর আগে ৩ জুন নয়জন, ২ জুন সাতজন এবং ১ জুন আরও সাতজন মারা যান।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার