হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

খাল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে খাল থেকে শহিদুল ইসলাম (৪০) এক মাটিকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এনায়েতপুরের মণ্ডলপাড়া গ্রামের একটি সরকারি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শহিদুল ইসলাম এনায়েতপুরের মণ্ডলপাড়া গ্রামের মৃত শমসের আলী প্রামাণিকের ছেলে। পেশায় মাটিকাটা শ্রমিক ছিলেন তিনি। 

মৃতের শ্বশুর নায়েব আলী বলেন, ‘গত ১৪ বছর আগে আমার মেয়ে আজমিরা খাতুনের সঙ্গে শহিদুলের বিয়ে হয়। সে তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তাঁদের পৈত্তিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেয় শহিদুল। এরপর গতকাল সোমবার দিবাগত রাত থেকে নিখোঁজ হয় সে। পরে আজ দুপুরে সরকারি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’ 

এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামাণিক বলেন, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় শহিদুল ইসলামের মাথায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ খালে ফেলে দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। 

উপপরিদর্শক আরও বলেন, আজ সকালে নিহতের মরদেহ খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথার দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে রহস্য জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২