হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরে ঘন কুয়াশায় কোল্ড ইনজুরিতে ক্ষতি হচ্ছে ইরি ও বোরো বীজতলা। চারা হলুদ বর্ণ ধারণ করেছে, কিছু কিছু জমিতে চারা মারাও যাচ্ছে। এমন অবস্থায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কোল্ড ইনজুরি কেটে না উঠলে বাজারে চারার দাম ব্যাপক হারে বেড়ে যাবে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, ২০২২-২৩ মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২১০ হেক্টর জমিতে ইরি ও বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য বীজতলা তৈরি করা হয়েছে মোট ৯৩০ হেক্টর। এর মধ্যে স্থানীয় জাতের ১০, হাইব্রিড ১১০ ও বোরো উফসী জাতের ৮১০ হেক্টর বীজতলা রয়েছে। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বোরো মৌসুমের ধান আবাদের জন্য বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। বীজ বপনের পর চারাগুলো তিন চার ইঞ্চি লম্বা হয়েছে। এরই মধ্যে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে সূর্যের আলো না পাওয়ায় চারা হলুদ বর্ণ ধারণ করেছে। কোথাও কোথাও চারা মরতে শুরু করেছে। 

মাথাইলচাপড় গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, ‘বীজতলা তৈরি করে বপনের পর আবহাওয়া ভালোই ছিল। চারা সবুজ বর্ণ হয়েছিল। কিন্তু কয়দিনের তীব্র শীত আর কুয়াশায় হলুদ হয়ে গেছে। এমন অবস্থায় চারা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় আছি।’ 

চালিতাডাঙ্গার আব্দুল কাদের বলেন, ‘ধানের চারা জাড়ে নষ্ট হয়া যাইত্যাছে। কী হরমু! চারা বড় তো হইতাছেই না, আরও হইলদ্যা হইতাছে। কত কত ভুইয়ে মইরা যাইতাছে।’ 

গাড়াবেড় গ্রামের কৃষক শুকুর আলী বলেন, ‘শীত তাড়াতাড়ি না কমলি চারা নষ্ট হয়ে যাইব। তা ছাড়া বেছন (চারা) কিনা গারা নাইগবো। দামও বাইরবো। তহন আবাদ কইমা আইসপো। আমরা ক্ষতির সম্মুখীন হমু।’ 

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যাতে রঙিন পলিথিন দিয়ে সন্ধ্যায় বীজতলা ঢেকে রাখে, পরদিন সূর্য না ওঠা পর্যন্ত। আর বীজতলার বেডের ফাঁকা স্থানে পানি রাখতে বলা হয়েছে।’ 

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ