হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোর উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনের সংখ্যা বাড়লেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কোনো যানজট দেখা যায়নি। ঈদুল ফিতরের মতো এবারও তেমন যানজট হচ্ছে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ সোমবার দুপুর পর্যন্ত সড়কে ট্রাক, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত প্রাইভেটকারে করেও মানুষকে যানজটমুক্ত সড়কে বাড়ি ফিরতে দেখা গেছে।

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রী আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহী যাব কিন্তু বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত আসতে হয়েছে। এখানে অপেক্ষা করছি বাসের জন্য। তবে আসার পথে কোনো যানজট ছিল না। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।’

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। একটা বাসে দাঁড়িয়ে থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসছি। এখন নেমে বাস পাচ্ছি না। বাসের জন্য অপেক্ষা করছি।’

এ দিকে মহাসড়কের নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও নেই যানজট। মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। তবে মহাসড়ক দিয়ে যান চলাচল বেড়েছে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী