নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. মেহেদী হাসানকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাত ১০টায় বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান উপজেলার পাঠানপাড়া এলাকার মো. আব্দুর রহিম শেখের ছেলে।
জানা যায়, গত রোববার বাড়ির পাশে নিয়ে গিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন মেহেদী হাসান। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা করেন। সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, থানায় নারী ও শিশু নির্যাতন মামলা করে আসামিকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।