হোম > সারা দেশ > রাজশাহী

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ‘ভয়ংকর’, দাবি ড. গালিবের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানিয়েছেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমির ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টাকে দেওয়া সুপারিশমালাকে ‘ভয়ংকর’ ও ‘ঈমান বিধ্বংসী’ উল্লেখ করে গালিব বলেন, এই দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। তাদের ইমান-আকিদাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোরআনের উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন পরিবর্তনের সুপারিশ সরাসরি ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত।

আসাদুল্লাহ আল-গালিব বলেন, পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ একটি জঘন্য অপরাধকে আইনগত বৈধতা দেওয়ার ষড়যন্ত্র। এটি এ দেশের সমাজব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি।

সরকারের উদ্দেশে গালিব বলেন, ‘মানুষ সমাজ ও রাষ্ট্রের দুর্নীতি ও অনিয়ম সংস্কারের জন্যই আপনাদের দায়িত্ব দিয়েছে। কিন্তু সেই সংস্কার যদি পশ্চিমা ও নাস্তিক্যবাদী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হয়, তবে তা হবে জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।’

গালিব প্রশ্ন তোলেন, অন্যান্য সংস্কার কমিশনে ধর্মীয় বিশেষজ্ঞদের রাখা হলেও নারীবিষয়ক কমিশনে কোনো আলেমকে অন্তর্ভুক্ত করা হয়নি কেন? এর জবাব সরকারকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গালিব নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করে নতুনভাবে উপযুক্ত ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনের আহ্বান জানান।

সেই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ইমান ও আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার প্রস্তাবনা তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী