হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে কোরবানির মাংস, সরকারি ওষুধ

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় আজ জমজম ইসলামিয়া ক্লিনিকে অভিযান চালানো হয়। ছবি: সংগৃহীত

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন একটি বেসরকারি হাসপাতাল (ক্লিনিক) সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে পাওয়া যায় কোরবানির মাংস, আর মজুত ছিল মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিকে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনাক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই-শাদী।

অভিযানকারী দল জানায়, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এর ভেতরে ছিল চরম অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধির লঙ্ঘন এবং নানা অনিয়ম।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘অভিযান চালিয়ে দেখা যায়, ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজে রাখা ছিল কোরবানির মাংস। ক্লিনিকের স্টোর রুমে পাওয়া গেছে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত