হোম > সারা দেশ > রাজশাহী

ইসলামিক বক্তার বিরুদ্ধে ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে এক ইসলামিক বক্তার বিরুদ্ধে মাদ্রাসার ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে এক ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইসলামিক বক্তার নাম আবদুর রহমান। তিনি আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজ ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গিপাড়া এলাকায় আল-জামি’আহ আস সালাফিয়া নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করায় ওই ছাত্রদের পেটানো হয়। এর মধ্যে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার নির্যাতনের শিকার হয় ওই শিক্ষার্থীরা। 

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরি অভিযোগ করায় নির্যাতনের শিকার হয় তাদের সন্তান। 

ওই শিক্ষার্থীর বাবা মেরাজুল ইসলাম রিন্টু জানান, গত বুধবার মাদ্রাসার দুই শিক্ষার্থীর টাকা হারিয়ে যায়। এ সময় আব্দুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন তার ছেলে। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আব্দুর রহমান। এ সময় অন্য ছয় ছাত্রকেও পেটানো হয়। 

এ বিষয়ে কথা বলার জন্য মাদ্রাসায় গেলেও আবদুর রহমানকে পাওয়া যায়নি। বন্ধ পাওয়া গেছে তাঁর মোবাইল ফোন। 

মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল আলম মাহির জানান, সেদিন মোট সাত শিক্ষার্থীকে মারধর করা হয়। কেন মারধর করা হয়েছে, তা তিনি জানেন না। 

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা