হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় কলেজছাত্রকে ডেকে নিয়ে খুন, ৫ বন্ধুর যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এক কলেজছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের দায়ে পাঁচ বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিব মণ্ডল আজ রোববার বিকেলে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া শহরতলীর আকাশতারা গ্রামের শ্রী দেবের ছেলে সোনা, সদর উপজেলার মেঘাগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহ আলম, শহরের উত্তর চেলোপাড়ার সুবাশ চন্দ্র দাসের ছেলে রিপন দাস, লক্ষিন্দর চৌধুরীর ছেলে সম্পদ চৌধুরী ও সদর উপজেলার সাবগ্রাম উত্তর পাড়ার তোজাম্মেল হকের ছেলে আব্দুল মালেক। আসামিদের মধ্যে সোনা ও শাহ আলম পলাতক রয়েছে।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী নাসিমুল করিম বলেন, সদর উপজেলার সাবগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আরিফুর রহমান ২০১৪ সালে বগুড়া কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়তেন। পাশাপাশি সংসারের ব্যয় নির্বাহের জন্য অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। 

ওই বছরের ৩০ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে আরিফুলের বন্ধু শাহ আলম ও রিপন তাকে একটি পুরাতন অটোরিকশা বিক্রি করবে বলে জানায়। সেই অটোরিকশা কেনার জন্য দুই বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে নগদ টাকাসহ আরিফুল বেরিয়ে যায়। সারা রাত সে বাড়ি ফেরেনি। পরদিন সকালে তাদের বাড়ির অদূরে একটি কলাবাগানে আরিফুলের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় আরিফুলের মা খোতেজা বেওয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার