হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের দায়ের করা সংঘর্ষের মামলায় সিরাজগঞ্জের সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ রায় ঘোষণা করেন বিচারক কে. এম শাহরিয়ার শহীদ বাপ্পি। এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) স্বপন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা একটি সংঘর্ষের মামলায় রফিক সরকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

বিএনপির নেতার আইনজীবী ইন্দ্রজিত সাহা ও নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলায় এজাহারে বিএনপি নেতা রফিক সরকারের নাম ছিল না। চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা তিনি আজ (বুধবার) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে আদালতে পাঠিয়েছেন। 

এ দিকে বিএনপির নেতার মুক্তি দাবি করেছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টুসহ নেতা-কর্মীরা।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী