হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের দায়ের করা সংঘর্ষের মামলায় সিরাজগঞ্জের সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ রায় ঘোষণা করেন বিচারক কে. এম শাহরিয়ার শহীদ বাপ্পি। এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) স্বপন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা একটি সংঘর্ষের মামলায় রফিক সরকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

বিএনপির নেতার আইনজীবী ইন্দ্রজিত সাহা ও নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলায় এজাহারে বিএনপি নেতা রফিক সরকারের নাম ছিল না। চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা তিনি আজ (বুধবার) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে আদালতে পাঠিয়েছেন। 

এ দিকে বিএনপির নেতার মুক্তি দাবি করেছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টুসহ নেতা-কর্মীরা।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়