হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় আটটি মোবাইল ফোন ও ২৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১২ এর পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা মিরপুর-১২ কালাপানি বস্তি এলাকার সুজন (৩৬), রংপুর জেলার পীরগাছা থানার মগরমপুর গ্রামের সোহেল রাসেল (৩৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাত বাড়ীয়া বাজার এলাকার শফিউজ্জামান (৪২), ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া আর্টিবাজার এলাকার শাহাদত মোল্লা (২৫), রাজশাহী জেলার বাঘা থানার চক নারায়নপুর গ্রামের আতাউর রহমান (৩৯), একই জেলার চকনারায়নপুর গ্রামের একরামুল হক (৩৮) ও গাঁওপাড়া গ্রামের শামীম আহম্মেদ (২৮)। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০ মার্চ সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজারে এক কাপড়ের দোকান মালিক কাপড় ক্রয়ের জন্য ১ লাখ ১০ হাজার সঙ্গে নিয়ে একটি যাত্রীবাহী বাস ওঠেন টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে। প্রতারক ও চোর চক্রের সদস্যরা তাঁকে অনুসরণ করে একই বাসে ওঠে। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা সদস্যদের একজন পেছন থেকে কাপড় ব্যবসায়ীর শরীরের ওপর বমি করেন। সে সময় ৫-৬ জন বমি পরিষ্কার করার ছলে তাঁর পকেটে থাকা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে বাস থেকে নেমে পালিয়ে য়ায়। 

সেদিনই সুজনকে আটক করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় আটটি মোবাইল ফোন ও চুরি হওয়া ২৪ হাজার হাজার জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন তাঁরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা ও চোরাই কার্যক্রম চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব