হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় আটটি মোবাইল ফোন ও ২৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১২ এর পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা মিরপুর-১২ কালাপানি বস্তি এলাকার সুজন (৩৬), রংপুর জেলার পীরগাছা থানার মগরমপুর গ্রামের সোহেল রাসেল (৩৫), কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাত বাড়ীয়া বাজার এলাকার শফিউজ্জামান (৪২), ঢাকার কেরানীগঞ্জ থানার কলাতিয়া আর্টিবাজার এলাকার শাহাদত মোল্লা (২৫), রাজশাহী জেলার বাঘা থানার চক নারায়নপুর গ্রামের আতাউর রহমান (৩৯), একই জেলার চকনারায়নপুর গ্রামের একরামুল হক (৩৮) ও গাঁওপাড়া গ্রামের শামীম আহম্মেদ (২৮)। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০ মার্চ সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজারে এক কাপড়ের দোকান মালিক কাপড় ক্রয়ের জন্য ১ লাখ ১০ হাজার সঙ্গে নিয়ে একটি যাত্রীবাহী বাস ওঠেন টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে। প্রতারক ও চোর চক্রের সদস্যরা তাঁকে অনুসরণ করে একই বাসে ওঠে। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা সদস্যদের একজন পেছন থেকে কাপড় ব্যবসায়ীর শরীরের ওপর বমি করেন। সে সময় ৫-৬ জন বমি পরিষ্কার করার ছলে তাঁর পকেটে থাকা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে বাস থেকে নেমে পালিয়ে য়ায়। 

সেদিনই সুজনকে আটক করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় আটটি মোবাইল ফোন ও চুরি হওয়া ২৪ হাজার হাজার জব্দ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন তাঁরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা ও চোরাই কার্যক্রম চালিয়ে আসছিল। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা