হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ বন্দরে দুই জেলার অনির্দিষ্টকালে ট্রাক ধর্মঘট শুরু করেছে ট্রাক মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্টে দালালির নৈরাজ্য বন্ধের প্রতিবাদে এই ধর্মঘট করছে তারা। 

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির ডাকে রোববার সকাল থেকে এই এ কর্মবিরতি শুরু হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে ট্রাক শ্রমিক ও মালিকেরা। এতে করে ট্রাকে লোড আনলোড বন্ধ রয়েছে। 

কর্মবিরতি পালনকালে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দকে ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। 

এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু সরকার ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লাসহ প্রমুখ। 

ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডাল ডিমসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে অন্যান্য ভাড়া বৃদ্ধি হয়েছে কিন্তু ট্রাক পরিবহনের ভাড়া বৃদ্ধি হয়নি। এতে ট্রাক মালিকদের লোকসানে পড়তে হচ্ছে। এ বিষয় নিয়ে সুরাহা না হলে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে। 

এর আগে গত ২৫ আগস্ট শাহজাদপুররে বাঘাবাড়ী নৌ-বন্দরে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির যৌথ সভায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১