হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ বন্দরে দুই জেলার অনির্দিষ্টকালে ট্রাক ধর্মঘট শুরু করেছে ট্রাক মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্টে দালালির নৈরাজ্য বন্ধের প্রতিবাদে এই ধর্মঘট করছে তারা। 

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির ডাকে রোববার সকাল থেকে এই এ কর্মবিরতি শুরু হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে ট্রাক শ্রমিক ও মালিকেরা। এতে করে ট্রাকে লোড আনলোড বন্ধ রয়েছে। 

কর্মবিরতি পালনকালে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দকে ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। 

এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু সরকার ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লাসহ প্রমুখ। 

ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডাল ডিমসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে অন্যান্য ভাড়া বৃদ্ধি হয়েছে কিন্তু ট্রাক পরিবহনের ভাড়া বৃদ্ধি হয়নি। এতে ট্রাক মালিকদের লোকসানে পড়তে হচ্ছে। এ বিষয় নিয়ে সুরাহা না হলে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে। 

এর আগে গত ২৫ আগস্ট শাহজাদপুররে বাঘাবাড়ী নৌ-বন্দরে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির যৌথ সভায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার