সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সকালে ট্রাক শ্রমিক ইউনিয়নের পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হয়, তিনি পাগল ছিলেন।
ওসি আরও বলেন, বাজার স্টেশন ও এর আশপাশে ঘোরাফেরা করতেন অজ্ঞাত ওই ব্যক্তি। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। রাতের কোনো এক সময়ে পুকুরে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।