হোম > সারা দেশ > রাজশাহী

কচুরিপানার ভেতর পাশাপাশি ২ যুবকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে কচুরিপানার মধ্য থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনে লাশ পাশাপাশি পড়ে ছিল। তাঁরা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের বেড়াদহ বেইলি সেতু এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ শেখ (১৯)।

নিহত হৃদয় শেখের ভাই ইসমাইল হোসেন বলেন, ‘গত রোববার রাত থেকে হৃদয় ও রিয়াজ নিখোঁজ ছিলেন। আমরা আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ করি। না পেয়ে পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ বিকেলে এলাকার লোকজন আমার ভাইসহ দুজনের লাশ পড়ে থাকতে দেখে খবর দেন। ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।’

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, হৃদয় ও রিয়াজকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড