হোম > সারা দেশ > রাজশাহী

মহাদেবপুর আ. লীগের সম্মেলন: সভাপতি ছলিম, সম্পাদক আহসান হাবিব

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ছলিম উদ্দিন তরফদারকে সভাপতি ও আহসান হাবিব ভোদনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ রোববার দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে তাঁদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সেই সঙ্গে তাঁদের আগামী এক মাসের মধ্যে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসে না। এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর হাত ধরে এ দলের জন্ম। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন করে যাচ্ছেন, তখন একটি দল হিংসায় পুড়ে যায়। তাঁরা যেকোনো একটু ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই তাঁদের মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

খায়রুজ্জামান লিটন আরও বলেন, পদ্মাসেতু নির্মাণ নিয়ে যখন দেশি-বিদেশি চক্রান্ত চলছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ করা হবে। ইনশা আল্লাহ তাঁর দৃঢ় নেতৃত্বে পদ্মাসেতু আজ দৃশ্যমান। 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি করোনার শুরুতে বলেছিল যে, দেশে করোনাকালে ২ লাখ মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু তাদের কথা সত্য হয়নি। একজন মানুষও না খেয়ে মরেনি। আমি খাদ্যমন্ত্রী হিসেবে বলতে চাই, দেশে কোনো খাবারের সংকট নেই। উল্টো সর্বকালের সেরা মজুত রয়েছে। সে মজুত থেকে নিম্নআয়ের মানুষকে স্বল্পমূল্যে খাদ্য দেওয়া হচ্ছে। কেউ না খেয়ে বা আধপেটা নেই। 

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন। 

সম্মেলন শুরুর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। এ সময় কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। 

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক