হোম > সারা দেশ > বগুড়া

নির্বাচনী প্রচারে নামার আগে পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় নামার আগে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি বগুড়া পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে হামলার আশঙ্কায় তিনি এখনো প্রচারণায় নামেননি। আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানান হিরো আলম। পরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে নিয়ে তাঁর সম্মেলনকক্ষে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এ সময় হিরো আলম বলেন, ‘আগামীকাল শুক্রবার থেকে প্রচারণায় নামব। এর আগে আমার ওপরে হামলা হয়েছে। এ জন্য শঙ্কা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নির্বাচনী প্রচারণায় বাধা পেলে যাতে কাহালু ও নন্দীগ্রাম থানা-পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে এ জন্য এখানে আসা।’ 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আশরাফুল আলম একজন সংসদ সদস্য প্রার্থী। ওনার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন অবধি নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুধু উনিই নন, বগুড়ার সাতটি সংসদীয় আসনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত আছে।’

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা