হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পরীক্ষা কেন্দ্রে সিলিং ফ্যান খুলে পড়ে ৩ পরীক্ষার্থী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসা কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। 

আহত তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা সম্পন্ন করে। তারা সদর উপজেলার চিলগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। 

কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার সাধারণ গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট আগেই ৯টা ৪০ মিনিটের দিকে শ্রেণিকক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পড়ে। এতে ফ্যানের নিচে থাকা তিন পরীক্ষার্থী আহত হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তাদের অবস্থা গুরুতর নয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা দেয়। 

হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম বলেন, সিলিং ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়। আজ চলতে চলতে হঠাৎ ফ্যানের ভেতরের প্যাঁচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর শরীরে আঘাত লাগলেও তা গুরুতর নয়। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান বলেন, সিলিং ফ্যান খুলে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে মধ্যে একজনের মাথায়, একজনের ডান হাতে ও একজনের গালে লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা পরীক্ষা দিয়েছে। 

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। তিন পরীক্ষার্থী আহত হয়েছে তবে তারা ভালো আছে। আঘাত গুরুতর নয়।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক