রাজশাহীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. জাহিদুল ও শামীম হায়দার।
এসব তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন। তিনি বলেন, ‘রাতে বায়া বাজারসংলগ্ন মাছের আড়তের কাছে পুলিশের টহল পিকআপ ভ্যানকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। এর পরই তারা পাশের বরইবাগান দিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘গাড়িতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে দুই কনস্টেবল শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’