রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে আটটি স্বর্ণের বারসহ মো. কামরুজ্জামান (২৭) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোদাগাড়ী থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পারভিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা-পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় কামরুজ্জামানের কাছ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।