হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় সড়ক নির্মাণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

চলাচলের জন্য একটি সড়ক নির্মাণের দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বেতুয়ান জোলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বটতলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রামের শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের গ্রামে চলাচলের কোন রাস্তা নাই। অন্যের জমির আইল দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা না থাকায় নিজেদের উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে বহন করতে হয়। পরিবারের কেউ মারা গেলে লাশের খাটিয়া বের করতে পারি না। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। দীর্ঘদিন ধরে জোলাপাড়া গ্রামের মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। 

ওই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রনো, জয়নুল আবেদিন, রিপন সরকার, ইউপি সদস্য রঞ্জু প্রামাণিক, ইউপি সদস্য আক্কাস আলী, সাবেক ইউপি সদস্য গোলাম আজম চুনু প্রমুখ।

বক্তারা, গ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বেতুয়ান জোলাপাড়ার মধ্য দিয়ে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণের জোর দাবি জানান।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ