হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাক্টরে লুকানো ছিল ৭২০ গ্রাম হেরোইন, ২ কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে একটি ট্রাক্টরের ভেতরে লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‍্যাব। সেই সঙ্গে দুজন কারবারিকে আটকের পর মামলা দায়ের করে থানায় হস্তান্তর করে তারা। আজ সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এ সব তথ্য জানিয়েছে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইতনলা এলাকায় এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪০) ও লিটন মিয়া (৩৫)। 

কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাতে ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহেন্দ্র ট্রাক্টরে তল্লাশি করা হয়। এ সময় ইউসুফ আলী ও লিটন মিয়ার দেওয়া তথ্যমতে ট্রাক্টরের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের আটক করে মামলা দায়ের করা হয়েছে।’ 

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানায় তাঁরা দীর্ঘদিন থেকে মাদক কারবার করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত। সকালে আসামিদের থানায় কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে আসামিদের থানায় হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন