হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাক্টরে লুকানো ছিল ৭২০ গ্রাম হেরোইন, ২ কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে একটি ট্রাক্টরের ভেতরে লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন জব্দ করেছে র‍্যাব। সেই সঙ্গে দুজন কারবারিকে আটকের পর মামলা দায়ের করে থানায় হস্তান্তর করে তারা। আজ সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এ সব তথ্য জানিয়েছে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছাইতনলা এলাকায় এই অভিযান চালানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪০) ও লিটন মিয়া (৩৫)। 

কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাতে ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাহেন্দ্র ট্রাক্টরে তল্লাশি করা হয়। এ সময় ইউসুফ আলী ও লিটন মিয়ার দেওয়া তথ্যমতে ট্রাক্টরের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের আটক করে মামলা দায়ের করা হয়েছে।’ 

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানায় তাঁরা দীর্ঘদিন থেকে মাদক কারবার করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত। সকালে আসামিদের থানায় কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে আসামিদের থানায় হস্তান্তরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার