হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্মৃতিশক্তিহীন এক যুবক কামারখন্দের হাসপাতালে, মিলছে না পরিচয়

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অজ্ঞাতনামা যুবক। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক। স্মৃতি হারিয়ে ফেলার কারণে তিনি নিজের নাম, পরিচয় কিংবা ঠিকানা কিছুই বলতে পারছেন না। তাঁর মুখে শুধু একটিই কথা, কেউ একজন ট্রেন থেকে নেমে যেতে বলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে উপজেলা পরিষদের গেটের সামনে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে মারুফ ও আবু হাসান নামের দুই স্থানীয় যুবক তাঁর সঙ্গে কথা বলেন। তবে তিনি কোনো তথ্য দিতে পারেননি। পরে তাঁরা মানবিকতার জায়গা থেকে তাঁকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয় যুবক আবু হাসান বলেন, ‘আমরা তার পরিচয় বারবার জানতে চেয়েছি, কিন্তু কোনো কিছুই বলতে পারেনি। এরপর হাসপাতালে নিয়ে যাই এবং বিভিন্নভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাকিলা খাতুন জানান, চিকিৎসা অব্যাহত রয়েছে। এখন তিনি দৈনন্দিন কাজ যেমন খাওয়াদাওয়া, হাঁটাচলা স্বাভাবিকভাবেই করতে পারছেন। তবে নাম-ঠিকানা বলতে পারছেন না।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অভিজিৎ সাহা জানান, ছেলেটিকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। বিষয়টি থানাকেও জানানো হয়েছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তার খাবার গ্রহণ ও টয়লেট ব্যবহারে কোনো সমস্যা নেই, সবকিছুই স্বাভাবিক। তবে সে নিজের পরিচয় স্পষ্ট করে বলতে পারছে না। শুধু এটুকু বলছে, কেউ একজন তাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল, অথবা নিজেই কোনো অভিনয় করছে। তবে আমরা আমাদের দায়িত্ব থেকে তাকে সুস্থ করে তুলতে চেষ্টা করছি এবং তার পরিবারের সন্ধান চালিয়ে যাচ্ছি।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা