হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

লালন ফকিরের অনুষ্ঠান দেখতে বের হওয়ার পর যুবকের লাশ মিলল বাঁশ ঝাড়ে 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাঁশ ঝাড় থেকে আরাফাত হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা–পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক শাহজাহানপুর গ্রামের মরতুজ আলীর ছেলে। 

নিহতের দুলাভাই জাহাঙ্গীর বলেন, গতকাল সোমবার রাতে শাহজাহানপুর গ্রামে লালন ফকিরের একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান দেখার জন্য সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হন আরাফাত হোসেন। পরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই বাসায় ফিরলেও আরাফাত আর বাসায় ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল দিবাগত রাত প্রায় ৩টার দিকে আরাফাতের লাশ একটি বাঁশ ঝাড়ে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছেন। পরে আজ সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহানপুর গ্রামে একটি বাঁশ ঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা