হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যার ৬ বছর পর মামলার আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা খাইরুল ইসলামকে গুলি করে হত্যার ৬ বছর পর মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীকে আসামি করে মামলার এই আবেদন করা হয়। মামলার বাদী নিহত বিএনপি নেতা খাইরুল ইসলামের ছেলে মো. ফাহাদ আলী।

মামলার আবেদন সূত্রে জানা গেছে, নিহত খাইরুল ইসলাম সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। রাজনৈতিক বিরোধের জেরে ২০১৮ সালের ১৯ জুলাই সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা খাইরুল ইসলামকে ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর নিমগাছি গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন পাশের গ্রাম মোড়লাইন থেকে গাছে বাঁধা অবস্থায় তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।

মামলার আবেদনে বলা হয়, থানা ও আদালতে মামলা করতে গেলেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকিতে মামলা করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে এলে মামলার আবেদন করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. বরজাহানকে। অন্য আসামিরা হলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা তুফানী মেম্বার, মো. বাবু, মো. আনারুল, শাহালাল, এহসান আলী, হুমায়ন আলী, জিয়াউর রহমান তোতাসহ ৩৪ জন।

মামলার আবেদন গ্রহণ করা হয়েছে জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে