হোম > সারা দেশ > রাজশাহী

আগামী শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি: উপাচার্য

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় লিখিত পরীক্ষা নেওয়া হবে। এটি আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হবে।

গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ছাত্র-শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ এস এম আমানুল্লাহ এসব কথা বলেন। এ সময় তিনি বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের পৃষ্ঠপোষকতায় সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত করা হবে।

আমানুল্লাহ বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে নন-এমপিওভুক্ত কলেজগুলোকে এমপিওকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সমাবেশে শিক্ষার মান ও ছাত্র-শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এস মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ হাসনাত আলী ও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (কলেজ) আব্দুল হাই সিদ্দিক সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম, মহাস্থান মাহীসওয়ার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম রতন, পিরব ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন, বালুয়াহাট কলেজের অধ্যক্ষ আহসান কবির।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। সমাবেশে অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার