হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

আওয়ামী লীগের রাজশাহীর বাগমারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

গতকাল রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এই ঘোষণা প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল নরদাশ ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার কারণে আসাদুজ্জামান আসাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

আসাদুজ্জামান আসাদ এর আগে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা পর্যায়ে রাজনীতিতে যাত্রা শুরু করেন। দীর্ঘদিন তিনি কৃষক লীগের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। 

আসাদুজ্জামান আসাদ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি সততা, নিষ্ঠা এবং সংগঠনের নিয়ম মেনে দায়িত্ব পালন করে যাব।’ 

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’