হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রতিনিধি, বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘায় মাদকাসক্ত ছেলে সনেট হোসেনকে (২৫) পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। আজ রোববার সকালে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সনেট উপজেলার নারায়ণপুর গ্রামের আবু বক্করের ছেলে। 

জানা যায়, সনেট হোসেন দীর্ঘদিন থেকে মাদকে আসক্ত হয়ে পড়েছে। পরিবার থেকে তাঁকে টাকা দিতে না পারলে মা-বাবা ভাইয়ের ওপর নির্যাতন করত। এমনকি টাকা না দিলে পরিবারের অজান্তে বাড়ির জিনিসপত্র বাজারে বিক্রি করে দিত সে। তাঁকে বিভিন্নভাবে বোঝানোর পরেও মাদক সেবন থেকে বিরত রাখা যায়নি। দিন দিন তাঁর মাদকাসক্ততা বৃদ্ধি পেয়েছে। এ জন্য বাধ্য হয়ে তাঁকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। 

সনেটের মা নার্জিনা বেগম বলেন, মাদকের টাকা জোগাড় করতে বাড়ির চাল থেকে নানা প্রকার জিনিসপত্র বিক্রি করে। নানাভাবে বোঝানোর পরেও তাঁকে মাদক সেবন থেকে বিরত রাখা যাচ্ছিল না। বরং তাঁর নির্যাতন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পুলিশে দেওয়া হয়েছে। 
 
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার