হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের যুগ্ম সম্পাদক টুটুলকে স্থায়ীভাবে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাউল হক টুটুলকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৬ অক্টোবর কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কার করা হয়। পত্রটি জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি-সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল আজকের পত্রিকাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শূন্য হওয়া পদটি পূরণ করা হবে।’

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ ডিসেম্বর জেলা কৃষক লীগের সম্মেলনের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের হুজরাপুরের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত করে হামলার ভিডিও ফুটেজ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু মেসবাউল হক টুটুল কোনো উত্তর দেননি।

এ ছাড়া গত ২৭ রমজান জেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের ২৪ এর (ক) ধারায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করাই তাঁকে কৃষক লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে ওই হত্যা মামলায় তিনি কারাগারে আছেন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার