হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের যুগ্ম সম্পাদক টুটুলকে স্থায়ীভাবে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাউল হক টুটুলকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৬ অক্টোবর কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কার করা হয়। পত্রটি জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি-সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল আজকের পত্রিকাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শূন্য হওয়া পদটি পূরণ করা হবে।’

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ ডিসেম্বর জেলা কৃষক লীগের সম্মেলনের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের হুজরাপুরের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত করে হামলার ভিডিও ফুটেজ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু মেসবাউল হক টুটুল কোনো উত্তর দেননি।

এ ছাড়া গত ২৭ রমজান জেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের ২৪ এর (ক) ধারায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করাই তাঁকে কৃষক লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে ওই হত্যা মামলায় তিনি কারাগারে আছেন।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের