রাজশাহীর বাঘার পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ রেখা খাতুনের (৮) লাশ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের রায়টা এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে। পরে তার স্বজনেরা খবর পেয়ে সেখানে গিয়ে লাশ শনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করেন রেখার নানা নাজিম উদ্দিন। রেখা নাটোরের লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের রাজ্জাক আলীর মেয়ে।
গতকাল সোমবার দুপুরে খালাতো-মামাতো ভাইবোনদের সঙ্গে চকরাজাপুর পদ্মা নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। বিষয়টি নানাবাড়িতে জানানোর পর নৌকা ও জাল দিয়ে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও তার সন্ধান পায়নি। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে সে নানাবাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয় চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, পরিবারের লোকজন খবর পেয়ে লাশ শনাক্ত করে বাড়িতে এনে দুপুরে দাফন সম্পন্ন করেছে।