জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। আজ শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুমা বিশেষ মোনাজাত এবং এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল হাসান গণি বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। তিনি শুধু বাঙালির নয়, ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন।'
এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল হাসান গণি, র্যাব র্যাব-১২ এর অন্যান্য সদস্যসহ বিভিন্ন মিডিয়ায় কাজ করা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।